Breaking

Monday, December 2, 2019

১ম বর্ষ স্নাতক (পাস) ভর্তির ১ম মেধা তালিকা প্রকাশ ৪ ডিসেম্বর.1st year graduation (pass) 1st merit list of admission released 4 December


১ম বর্ষ স্নাতক (পাস) ভর্তির ১ম মেধা তালিকা প্রকাশ ৪ ডিসেম্বর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (পাস) ভর্তি কার্যক্রমে কোর্সভিত্তিক ১ম মেধা তালিকা ০৪ ডিসেম্বর ২০১৯ তারিখ প্রকাশ করা হবে। উক্ত ফল SMS এর মাধ্যমে বিকেল ০৪.০০ টা থেকে যে কোন মােবাইল মেসেজ অপশনে গিয়ে nu<space>atdg<space>roll no লিখে ১৬২২২ নম্বরে Send করে এবং এবং রাত ০৯.০০ টা থেকে ওয়েবসাইটে (www.nu.ac.bd/admissions) এ ফল পাওয়া যাবে।

উল্লেখ্য যে, ১ম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত ভর্তিচ্ছু শিক্ষার্থী ২০১৭-২০১৮/২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের কোন শিক্ষা কার্যক্রমে ভর্তি হয়ে থাকলে তাকে অবশ্যই ১০ ডিসেম্বর ২০১৯ তারিখের মধ্যে পূর্ববর্তী শিক্ষাবর্ষের ভর্তি বাতিল করে চূড়ান্ত ভর্তি ফরম উত্তোলন করতে হবে। ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (পাস) শ্রেণির ক্লাস ১৫ ডিসেম্বর ২০১৯ তারিখ থেকে শুরু হবে।

The first merit list for the course will be published on December 1, 25, in the 8th year undergraduate (pass) admission program in the academic year of the National University. The result will be sent via SMS to any mobile message option from 6pm to 4pm and send nu <space> atdg <space> roll no to 12222 and send to website at www.nu.ac.bd/admissions).

No comments:

Post a Comment